নগদ একাউন্ট খোলার সহজ উপায়। জানুন আজকের Nagod offer 2022

বাংলাদেশে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে নগদ মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয় একটি প্রতিষ্ঠান যত দিন যাচ্ছে প্রতিনিয়তই আমরা আমাদের মোবাইল রিচার্জের জন্য অথবা টাকা লেনদেনের জন্য প্রতিনিয়ত আমাদের বাংলাদেশী মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে আমাদের টাকা লেনদেন এবং মোবাইল রিচার্জ সহ অনেক কাজ করে যাচ্ছি।

আজকের Nagod offer 2022 - নগদ একাউন্ট খোলার সহজ উপায়

অনেকেই আছেন যারা কিনা প্রতিনিয়ত গুগলে সার্চ করেন নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২২, নগদ একাউন্ট খোলার সহজ উপায়, how to create nagod account 2022, নগদ মোবাইল রিচার্জ অফার ২০২২, নগদ আজকের মোবাইল রিচার্জ অফার, নগদ মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফার, nagod offer 2022, nagod recharge offer 2022, সহ আরো অনেক কিছু আপনারা সার্চ করে থাকেন।

আজকের এই আর্টিকেলে আমরা কথা বলব মূলত নগদ মোবাইল রিচার্জ অফার সম্পর্কে এবং নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। চলুন আজকের আর্টিকেল শুরু করা যাক। নগদ মোবাইল রিচার্জ অফার ২০২২ সম্পর্কে জানার আগে আমরা জেনে নেব কিভাবে নগদ একাউন্ট খুলতে হয়.?

অনলাইনে নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম।


নগদ একাউন্ট খোলা খুবই সহজ এবং সাধারন একটি বিষয়। নগদ উদ্যোক্তার কাছে না গিয়েই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি আপনার নগদ একাউন্টটি চালু করতে পারেন। 

অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২২



  • প্রথমে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করুন এবং নগদ অ্যাপ ডাউনলোড করুন করুন

  • অ্যাপ ডাউনলোড করার পরে অ্যাপে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

  • "Nagod App" ওপেন করার পর নিচের দিকে রেজিস্ট্রেশন একটি লেখা পাবেন সেখানে ক্লিক করুন।

  • এরপর আপনি যেই নাম্বারে নগদ অ্যাকাউন্ট করতে চান ওই নাম্বারটি লিখে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন।

  • এরপর আপনি আপনার পছন্দের মোবাইল অপারেটর সিলেক্ট করুন এবং পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন।

  • পরবর্তী ধাপে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড এর ফ্রন্ট পেজ এবং ব্যাক পেইজ আপলোড করুন। এরপরে পরবর্তী ধাপে ক্লিক করুন।

  • পরবর্তী ধাপে আপনি আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেখতে পাবেন অবশ্যই সকল তথ্য সঠিক কিনা যাচাই করে নিবেন।

  • পরবর্তী ধাপে লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, আপনার পেশা এবং আপনার অ্যাকাউন্টটি মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট করবেন কিনা সেটা সিলেক্ট করুন। এবং পরবর্তী ধাপে ক্লিক করুন

  • এই ধাপে যার ভোটার আইডি কার্ড এখানে দিয়েছেন তার একটি সেলফি তুলতে হবে অবশ্যই মনে রাখবেন যেন কোন চশমা বা মাক্স পড়া না থাকেন। এরপর পরবর্তী তাপে ক্লিক করুন।

  • এরপর আপনি সাবধানতার সাথে আপনার সিগনেচার টি বা আপনার নামটি লিখুন।

  • পরবর্তী ধাপ আমি নগদের সাথে একমত একটি বক্স পাবেন সেটাতে ক্লিক করুন।

  • পরবর্তী ধাপে আপনার দেওয়া সকল তথ্য দেখতে পাবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করুন।

  • পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার যেই সিমে নগদ একাউন্ট খুলেছেন ওই সিমে একটা otp কোড যাবে যদি সিমটি আপনার ফোনে থেকে থাকে তাহলে কোডটি এমনিতেই নিয়ে নেবে আর যদি আপনার ফোনে ওই সিমটি না থাকে তাহলে ওই কোডটি এনে বসাতে হবে।

  • পরবর্তী ধাপে আপনি আপনার পছন্দের পাসওয়ার্ড সিলেক্ট করুন এবং নিচের ঘরেও ওই একই পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।

  • হয়ে গেল আপনার নগদ একাউন্ট খোলা 🥰


বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২২


প্রথমে জানলাম কিভাবে নগদ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার নগদ একাউন্টটি খুলতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা স্মার্টফোন ব্যবহার করি না তাদের জন্য কিভাবে বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলবেন সেটি জানতে পারবেন এখানে চলুন দেখে নেই কিভাবে বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে হয়। এবং এই কাজটি আপনি আপনার স্মার্ট ফোন থেকেও করতে পারবেন।



  • প্রথমে আপনি আপনার ডায়াল প্যাড ওপেন করুন।

  • *১৬৭# এটি লিখে আপনি যেই সিম থেকে নগদ একাউন্ট খুলতে চান ওই সিমে ডায়াল করুন।

  • পরবর্তী ধাপে আপনি আপনার পছন্দের চার ডিজিটের একটি কোড লিখুন।

  • এবার পূর্বে দেওয়া ওই একই পাসওয়ার্ড আবারও ব্যবহার করুন।

  • পরবর্তী ধাপে আপনার নগদ একাউন্টটি মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট করতে চাইলে হ্যাঁ হলে ১ অথবা নো হলে ২ লিখে পরবর্তী ধাপে এগিয়ে যান।

  • পরবর্তী ধাপে আপনাদের ফোনে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার একাউন্টটি কনফার্ম হয়েছে কিনা যদি কনফার্ম হয়ে থাকে তাহলে আপনি যেকোনো ধরনের লেনদেন করতে পারবেন।

  • তবে সকল ফিচারস ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে স্মার্টফোনের সাহায্যে নগদ অ্যাপ থেকে ভোটার আইডি কার্ডের সকল তথ্য দিতে হবে।

নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম


এতক্ষণ জানলাম কিভাবে নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খুলতে হয় এবং বাটন মোবাইল থেকে কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় এবার জানব কিভাবে নগদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে হয় চলুন জেনে নেয়া যাক।



  • ডায়াল প্যাড থেকে *১৬৭# ডায়াল করুন

  • এরপর 7 লিখে My Nagod অপশনে ক্লিক করুন

  • পরবর্তী ধাপে 1 লিখে balance enquiry অপশন ওপেন করুন

  • পরবর্তী ধাপে আপনার নগদ একাউন্ট এর পিন নম্বর লিখে send বাটনে ক্লিক করুন।

  • আপনার দেওয়া সকল তথ্য সঠিক হলে মোবাইল স্ক্রিনে আপনার নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।



এতক্ষণ জানলাম কিভাবে ডায়াল প্যাড ব্যবহার করে বা বাটন ফোন ব্যবহার করে কিভাবে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা যায় এবার জানব কিভাবে নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্টের ব্যালেন্স জানবেন।



  • প্রথমে প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ইন্সটল করুন এবং ওপেন করুন

  • এরপর আপনার যে নাম্বারে নগদ একাউন্ট খোলা ওই নাম্বারটি লিখে পরবর্তী ধাপে ক্লিক করুন

  • এরপর আপনার ফোনে একটি otp কোড যাবে সেটি otp কোড বক্সে প্রদান করুন

  • পরবর্তী তাপ আপনার চার সংখ্যার পিন নম্বরটি লিখুন

  • যদি আপনার ভাষা বাংলা হয়ে থাকে তাহলে "ব্যালেন্স জানতে ট্যাপ করুন" আর যদি আপনার ভাষা ইংলিশ হয়ে থাকে তাহলে "Tap For Blanc" ক্লিক করলেই আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন


নগদ একাউন্টে ২০ টাকা রিচার্জে ক্যাশব্যাক অফার ২০২২


নতুন নগদ একাউন্ট খুললেই আপনি পাবেন 20 টাকা মোবাইল রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক 20 টাকা মোবাইল রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য শর্ত সমূহ দেখে নিন:



  • প্রথমে আপনার নগদ একাউন্টটি সম্পূর্ণ সঠিকভাবে তৈরি করতে হবে

  • বিশ টাকা রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক পেতে অবশ্যই আপনার যে নাম্বারে নগদ একাউন্ট খোলা সেই নাম্বারে ২০ টাকা রিচার্জ করতে হবে অন্যথায় ক্যাশব্যাকটি পাবেন না

  • সবকিছু সফলভাবে করতে পারলে রিচার্জের ৭২ ঘণ্টার মধ্যে আপনি আপনার ক্যাশব্যাকটি পেয়ে যাবেন

  • বলে রাখা ভালো ২০ টাকা রিচার্জে বিশ টাকা ক্যাশব্যাক এই অফারটি সব সময় নাও পেতে পারেন কারণ প্রতিনিয়ত অফার পরিবর্তন হয়


Nagod offer 2022 নগদ আজকের অফার ২০২২

আজ ১৮ মার্চ ২০২২ রোজ শুক্রবার নগদে খুব দারুণ একটি অফার দিয়েছে সবার প্রথমে রিচার্জ করতে রেডি থাকুন সবাই! নগদ একাউন্টের আজকের রিচার্জ অফারটি হচ্ছে নগদ থেকে গ্রামীণফোন-এ ৯৯ টাকা রিচার্জে পাচ্ছেন, ১৬০ মিনিট টকটাইমের সাথে ৯৯ টাকাই ক্যাশব্যাক; মেয়াদ ৭ দিন। অফারটি পাবেন শুধু (১৮ ও ১৯ মার্চ, ২০২২) দুপুর ১২টা থেকে বিকাল ৫:৫৯ পর্যন্ত, অফারটি কিন্তু শুধুমাত্র যারা প্রতি মিনিটে প্রথম রিচার্জকারী হবেন তারাই পাবেন। অফারটি শুধু আপনার সচল নগদ একাউন্টের জন্য প্রযোজ্য। আরো বিস্তারিত জানতে : https://nagad.com.bd/

নগদ একাউন্ট নিরাপদ থাকার উপায়


ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবার জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি বেড়েছে অনেক অসাধু লোকের আনাগোনা যাদের কাজ অন্যের ক্ষতি করা। তাই আপনার নগদ একাউন্টটি সুরক্ষিত রাখতে এবং সেফ রাখতে নগদ কোম্পানি থেকে দেওয়া নির্দেশনা গুলো মেনে চলুন:



  • নগদ একাউন্ট সেবা প্রতিষ্ঠান কখনোই আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড বা (Otp) এবং আপনার নগদ একাউন্ট এর চার সংখ্যার পিন নাম্বর চাইবে না যদি কেউ চায় তাহলে ভাববেন আপনি কোন ফ্রড লোকের পাল্লায় পড়েছেন।

  • ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ –  এই দুটি নাম্বার হচ্ছে নগদের হেল্পলাইন নাম্বার তাই এই নাম্বার দুটি ছাড়া অন্য কোন নাম্বার থেকে যদি কল দিয়ে কোন তথ্য চায় ভাববেন এরা ফ্রড লোক

  • আর হ্যাঁ কখনোই আপনি আপনার পিন নম্বরটি কারো সাথে শেয়ার করবেন না।

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার



নিচে নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার এবং ইমেইল এড্রেস দেওয়া হলো।



  • ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ – এই দুটি নাম্বার হচ্ছে নগদের হেল্পলাইন নাম্বার

  • Nagad Customer Care Number - 16167 or 09609616167

  • ইমেইল: info@nagad.com.bd


Post a Comment

Previous Post Next Post